Monday, December 30, 2013

আবার কেন - কবিতা

আবার কেন

সাজ্জাদ হোসেন (স্বপন)


আবার কেন এলে তুমি
অনেক দিনের পরে।
আমার ভাঙ্গা হৃদয়টা
তুমি দিলে ভরে।
কষ্টে ভরা জীবন আমার
চলছিলো যে একা
কখনও আমি ভাবিনি
তুমি দিবে দেখা।
এবার তোমায় দিবনা আর
কখনও যেতে দূরে।
ভালবেসে রাখবো তোমায়
আমার হৃদয় জুরে।

No comments:

Post a Comment