আমার হৃদয়টা
সাজ্জাদ হোসেন (স্বপন)
আমার হৃদয়ে হাহাকার
শুধু তোমার জন্য।
ভালবেসে এবার তুমি
করো আমায় ধন্য।
বাগানেতে রঙ্গীন ফুল
নদীর বুকে ডেউ।
ভালবাসি তোমাকে
যানেনাতো কেউ।
তোমাকে ভেবে হয়যে আমার
প্রতিটি রাত ভোর।
তোমাকে নিয়ে হয়যে আমার
নতুন গানের সুর।
No comments:
Post a Comment